
মঙ্গলবার ০৬ মে ২০২৫
"মেট্রো চিঠি দিয়ে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা বদলাতে বলেছে। আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না", বললেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মেট্রোর সম্প্রসারণের জন্য বডিগার্ড লাইন্সও ভাঙতে দেবেন না বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।